গোপনীয়তা নীতি
(সৌখিনা.কম) এই বিষয়ে অবগত যে আমাদের ওয়েবসাইটে যে পাঠকরা/ব্যবহারকারীরা আসেন, তাঁদের গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনাদের প্রাইভেসিকে আমরা সম্মান করি এবং আমাদের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনাদের সম্পর্কে কী তথ্য সংগ্রহ করা হচ্ছে, কীভাবে তার ব্যবহার করা হচ্ছে এবং কাদের সঙ্গে সেটি আদানপ্রদান করা হচ্ছে, সেই বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা রাথতে আমরা বদ্ধপরিকর।
আপনি যথনই আমাদের ওয়েবসাইট, মোবাইল বা ট্যাব বা কোনও অনলাইন পরিযেবা ব্যবহার করবেন, তখনই এই প্রাইভেসি পলিসি লাঘু হবে। এটি অন্য কোনও উপায় (বইপয়েন্ট.কম) যে তথ্য জোগাড় করেছে, তার ওপর প্রযোজ্য হবে না। এই ওয়েবাসাইট ব্যবহার করলে এটা ধরে নেওয়া হবে যে আপনি এই প্রাইভেসি পলিসিতে সায় দিয়েছেন। আমরা চাইব যে আপনারা আমাদের এই গোপনীয়তার নীতি সম্বন্ধে ওয়াকিবহাল হন আপনার তথ্যের বিষয়ে আমাদের দৃয্টিভঙ্গি বোঝার জন্য।
(সৌখিনা.কম) একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এই কোম্পানির কাছে লাইসেন্স আছে (সৌখিনা.কম) এবং অন্যান্য সাবসিডাইরির ওয়েবসাইট চালানোর। এই গোপনীয়তা নীতি যে কোনও সময় পরিবর্তন করার অধিকার আমাদের আছে।
যে তথ্য আমরা সংগ্রহ করি:
আমরা পাঠক/ব্যবহারকারী থেকে, ভিন্ন সংস্থার সাহায্যে এবং সরাসরি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে তথ্য জোগাড় করি। কোনও পরিষেবার জন্য আপনি রেজিস্টার করলে বিভিন্ন ব্যক্তিগত তথ্য আপনাদের দিতে হতে পারে। এর মধ্যে আছে নাম, বয়স, লিঙ্গ. ফোন নম্বর, ইমেল ও কোন স্থানে আপনি থাকেন, আইপি অ্যাড্রেস ইত্যাদি।
আপনাদের সুবিধার জন্য সিঙ্গল সাইন-অন ব্যবস্থাও আছে। এছাড়াও ফেসবুক, গুগলের মাধ্যেমেও রেজিস্টার করার ব্যবস্থা আছে।
আমরা আপনার কমপিউটারের ইন্টার্নেট সংযোগের বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করব। এর মধ্য আছে আপনার আইপি অ্যাড্রেস। তবে এটির দ্বারা আপনার ব্যক্তিগত পরিচয় প্রকাশ পায় না। এছাড়াও আমরা সংগ্রহ করি সে সব তথ্য যা আপনার কমপিউটার বা মোবাইল আমাদের জানায়। আপনি কী কমপিউটার বা ফোন ব্যবহার করেন, কী ব্রাউজারে সার্ফ করছেন, ব্রাউজারের ভাষা, আইপি অ্যাড্রেস, আপনার অবস্থান, কী কী ইউআরএল (url) আপনি ব্যবহার করেছেন, মোবাইল ক্যারিয়ার ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
আপনি অ্যাকাউন্ট না বানালেও আমরা বিভিন্ন তথ্য পাই যখন আপনি ওয়েবসাইটটি ব্যবহার করেন। সেই তথ্য ব্যবহার করে আপনার পছন্দ মত প্রডাক্ট আপনার সামনে উপস্থিত করতে পারি আমরা। এই তথ্যের মাধ্যমে সাইটে কত ব্যক্তি আসছে সেটির হিসেব করা যায়। এই তথ্য বিজ্ঞাপনদাতা, কোনও খার্ড পাটিও ব্যবহার করতে পারে বিজ্ঞাপন ইত্যাদির জন্য।
কীভাবে তথ্য সংগ্রহ করি আমরা:
যখন আপনি রেজিস্টার করেন আমাদের সঙ্গে।
যখন আপনি ওয়েবসাইটি ব্রাউজ করেন, বা আমাদের কোনও ইমেলের উত্তর দেন।
যখন আপনি ওয়েবসাইটের কোনও খবরে মন্তব্য করেন বা ফোন, ইমেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন।
আপনি যখন কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে রেজিস্টার করেন। এর মাধ্যমে আপনি তাদের অধিকার দিচ্ছেন আমাদের সঙ্গে কিছু তথ্য ভাগ করে নেওয়ার। একই সঙ্গে তথ্য জোগাড় করা, জমা রাখা ও প্রাইভেসি পলিসি অনুযায়ী ব্যবহার করার অধিকার দিচ্ছেন আমাদের।
ব্যবহারকারীদের সুবিধার্থে থার্ড পার্টি টুলস, ব্রাউজার কুকিজ ও ওয়েব বিকনসের থেকে তথ্য জোগাড় করি আমরা।
ডিভাইস বিযয়ক তথ্য: আমরা আপনার কমপিউটার বা মোবাইল ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। এর মধ্যে আছে আইপি অ্যাড্রেস, ভৌগলিক অবস্থান, ইউনিক ডিভাইস আইডিফিকেশন, কী প্রকারের ব্রাউজার, ব্রাউজারের ভাষা ইত্যাদি।
জিপিএস: যদি আপনি চালু রাখেন, আমাদের মোবাইল অ্যাপলিকেশন ও ওয়েবসাইট আপনার বর্তমান অবস্থান জেনে নিতে পারে।
কুকি নীতি, পিক্সলস ও ট্র্যাকিং:
(এই অংশটা টেক্সটে যেভাবে আছে, ঠিক সেভাবেই রাখা হয়েছে, ফরম্যাটিং শুধু ক্লিয়ার করার জন্য সামান্য হেডিং ও লিস্ট যুক্ত করা হয়েছে)
কীভাবে ব্যবহার করা হয় এই তথ্য:
আপনি যে পরিষেবা চেয়েছেন সেটি প্রদান করার জন্য
আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য
অফার, অনলাইন সার্ভে, আইনি নোটিস, নতুন ফিচারের বিষয়ে জানাতে
আপনাকে সঠিক বিজ্ঞাপন দেখানোর জন্য
আমাদের পরিষেবা আরও উন্নত করার জন্য গবেষণায়
আইনি বা সিকিউরিটি সংক্রান্ত প্রয়োজনীয়তার জন্য
অন্যান্য কাজে, যেখানে আপনার অনুমতি নেওয়া হয়েছে
কীভাবে এই তথ্য শেয়ার করা হয়:
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লগ-ইন করলে তাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার হতে পারে
ব্যবসার অংশীদার ও পরিষেবা প্রদানকারীদের সঙ্গে
আইনি বাধ্যবাধকতার কারণে প্রয়োজনে সরকার বা আইনি সংস্থার সঙ্গে
অ্যাফিলিয়েটস বা থার্ড পার্টি কনটেন্ট/বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের সঙ্গে
কর্পোরেট লেনদেনের ক্ষেত্রে (যেমন অধিগ্রহণ, বিক্রি, মিশন ইত্যাদি)
আপনার সম্মতিতে বা নির্দেশে
ব্যক্তিগত তথ্য অদল-বদল করতে পারেন:
আপনি ওয়েবসাইটে সাইন ইন করে আপনার ব্যক্তিগত তথ্য সংশোধন করতে পারেন।
আমাদের সঙ্গে কথা বলতে হলেঃ
ওয়েবসাইটের পরিষেবার বিষয় কোনও প্রশ্ন থাকলে আপনি তথ্য প্রকাশ হওয়ার সাতদিনের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন
Email:
support@shoukhina.com
Corporate Office:
18/2 Niribili House, Block-A, Doleswar,
South Keraniganj, Dhaka-1311
Official FB Page:
fb.com/shoukhina
Phone:
+880 1511879696
+880 1944879696
+880 1842879696